আন্তর্জাতিক

ভারত সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করছে-কোয়াত্রা

  প্রতিনিধি ৯ মে ২০২৫ , ৩:৫৬:৫৮ প্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা।বৃহস্পতিবার (৮ মে) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি পাকিস্তানকে “আসল উত্তেজনা বৃদ্ধিকারী” হিসেবে উল্লেখ করে ভারতের অবস্থান পূণর্ব্যক্ত করেন।তিনি বলেন, দিল্লি কেবল ইসলামাবাদের পদক্ষেপের জবাব দিচ্ছে।

গত ২২ এপ্রিল পর্যটকদের ওপর হামলার জন্য “পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের” দায়ী করেছে ভারত,যেখানে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিল।তবে এই হামলায় কোনও ধরনের যোগসূত্র অস্বীকার করেছে ইসলামাবাদ

ভারত পাকিস্তানের সঙ্গে ‘যুদ্ধে’ লিপ্ত কিনা– উপস্থাপকের এমন প্রশ্নে কোনও স্পষ্ট জবাব না দিলেও ভারত সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত বলে মন্তব্য করেন কোয়াত্রা।

উভয় দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে,এমন প্রেক্ষাপটে বর্তমান উত্তেজনা পারমাণবিক যুদ্ধের পর্যায়ে পৌঁছাতে পারে কিনা– এমন প্রশ্নের জবাবে কোয়াত্রা জবাব দেন,এটা আপনার পাকিস্তানের কাছে জানতে চাওয়া উচিত।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শিগগিরই সিএনএনের সঙ্গে টেলিভিশন সাক্ষাৎকারে উপস্থিত হবেন বলেও জানানো হয়েছে।

আরও খবর

Sponsered content