অর্থনীতি

তিন মাসেই ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে আমানত সংগ্রহে উল্লেখযোগ্য সাফল্য এসেছে

  প্রতিনিধি ৩ মে ২০২৫ , ৫:০৪:২১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।চলতি বছরের প্রথম তিন মাসেই ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কে আমানত সংগ্রহে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।ব্যাংকটি জানায়, জানুয়ারি থেকে মার্চ ২০২৫ সময়কালে ব্রাঞ্চ নেটওয়ার্কে ৫,০০০ কোটি টাকার বেশি ডিপোজিট যোগ হয়েছে,যা ব্যাংকটির টেকসই প্রবৃদ্ধির এক নতুন উদাহরণ।

গত তিন বছর ধরে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ধারাবাহিকভাবে শক্তিশালী পারফর্মেন্স প্রদর্শন করে আসছে।এই প্রবৃদ্ধি ব্যাংকটির কার্যক্রমে গ্রাহক আস্থা এবং কার্যকর কৌশলের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই অর্জন উদ্‌যাপন করতে গত ২২ এপ্রিল ২০২৫ ঢাকার একটি হোটেলে আয়োজন করা হয় এক অভ্যন্তরীণ অনুষ্ঠানের।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

সেলিম রেজা ফরহাদ হোসেন,ব্যবস্থাপনা পরিচালক ও সিইও

শেখ মোহাম্মদ আশফাক,ডেপুটি এমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক

রিজিওনাল হেড, ক্লাস্টার হেড,ব্রাঞ্চ ম্যানেজার,সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক এবং সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন

সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন “গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ককে আমরা সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখি। ব্রাঞ্চভিত্তিক ডিপোজিট সংগ্রহে এই অগ্রগতি আমাদের ধারাবাহিকতা ও পরিশ্রমের ফল।”

তিনি আরও বলেন,আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি,২০২৫ এবং সামনের বছরগুলোতেও ডিপোজিট প্রবৃদ্ধিতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।”

এই মাইলফলক কেবল একটি সংখ্যা নয়—এটি বাংলাদেশের ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংকের কাস্টমার রিলেশনশিপ, আউটরিচ স্ট্র্যাটেজি এবং আস্থা-ভিত্তিক ব্যাংকিং নীতির সফল বাস্তবায়নের ইঙ্গিত বহন করে।

বিশেষজ্ঞরা মনে করছেন,দেশের ব্যাংকিং খাতে এই অর্জন একটি নতুন বেঞ্চমার্ক হয়ে থাকবে,বিশেষ করে এমন সময় যখন আর্থিক খাতে আস্থা ও স্থিতিশীলতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আরও খবর

Sponsered content