প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:০৪:১৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে।বিচারব্যবস্থা,অর্থব্যবস্থা,রাষ্ট্রীয় সব বিভাগ তারা ধ্বংস করে গেছে।মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।নিজেরা নিজেরা ভোট করে তারা সরকার গঠন করেছে।তাই অন্তর্বর্তী সরকারকে বলব,অনতিলম্বে নির্বাচন দিন ।নির্বাচন নিয়ে আর কালক্ষেপণ করবেন না।আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে চাই।কারণ দেশের উন্নয়ন ও শৃঙ্খলার জন্য একটি স্থিতিশীল সরকার জরুরি।

কুমিল্লার লাকসামে গতকাল বৃহস্পতিবার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের মহাসচিব।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ,আইনশৃঙ্খলার উন্নতি,পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে একই দিন আরও সাত জেলায় সমাবেশ করে দলটি।আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানানÑ
কুমিল্লা : রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে বিকালে লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লাকসাম স্টেডিয়ামে সমাবেশ করে বিএনপি।এতে মির্জা ফখরুল বলেন,দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে।ভারত আমাদের বড় প্রতিবেশী তা অস্বীকার করার সুযোগ নেই।ভারত যদি মনে করে থাকে আওয়ামী লীগই তার বড় বন্ধু তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না।আওয়ামী লীগ এ দেশের একটি ঘৃণিত একটা রাজনৈতিক দল। এটা তাদের বুজতে হবে।
জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন,ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমুখ।
লক্ষ্মীপুর :বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে।স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তী সরকারের নেই।এ সরকারের ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত। বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।এর বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম,সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন,সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না,জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু প্রমুখ।
ময়মনসিংহ : বৃহস্পতিবার বিকালে নগরীর নতুন বাজারে দলীয় কার্যালয়ে জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম,সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।
কুড়িগ্রাম : বিকালে জেলা বিএনপি আয়োজিত স্থানীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুর রহমান রানা, জেলা যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
ফরিদপুর : জেলা বিএনপির আয়োজনে শহরের থানার মোড়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল হক শাহাজাদা মিয়া,ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু,সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক ও সেলিমুজ্জামান সেলিম।
চুয়াডাঙ্গা : গতকাল জেলা শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কু-ু, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ।
নওগাঁ : সন্ধ্যায় জেলা শহরের নওযোয়ান মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা,সাবেক সংসদ ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
নরসিংদী : এদিকে গতকাল বিকালে নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের আমদিয়া ইউনিয়নের বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন,আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম,সাধারণ সম্পাদক মো. আইনুল হক মিয়া,সিনিয়র সহসভাপতি আবু সিদ্দিক মিয়া, আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান উল্লাহ প্রমুখ।

















