শিক্ষা

শিক্ষকদের চাকরি জাতীয় করণের দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:২৫:১৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বেসরকারি কলেজ শিক্ষকদের চাকুরি জাতীয় করণের দাবিতে মেহেরপুরের গাংনী উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করেন বেসরকারি কলেজ শিক্ষক সমিতি,গাংনী উপজেলা শাখার সদস্যরা।

‘হাতে হাত,কাঁধে কাঁধ,এক সাথে চলবো পথ’ প্রতিপাদ্যে শিক্ষক-কর্মচারীদের বাৎসরিক মিলনমেলার আগে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. বেদারুল আলমের নেতৃত্বে একটি র‌্যালি গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে তারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বক্তারা বলেন,সরকারি শিক্ষকরা যে সিলেবাস অনুযায়ী পাঠদান করেন,আমরাও সেই সিলেবাস ও নিয়মকানুন অনুযায়ী কলেজ পরিচালনা করি।তাহলে কেন আমাদের সাথে বৈষম্য করা হয়?

তারা আরও জানান,তারা তাদের অধিকার আদায়ের জন্য আরও বৃহৎ কর্মসূচি পালন করবেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. বেদারুল আলম,সাধারণ সম্পাদক এসএম সায়েম,নির্বাহী সদস্য মো. আবুল কালম আজাদ স্বপন প্রমুখ।

আরও খবর

Sponsered content

আরও খবর: শিক্ষা

৬৫,৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ

শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক চাকরি বা লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না-শিক্ষা মন্ত্রণালয়

নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ও পাসের হার না থাকলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ

অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণ সহ স্নাতক পড়াশোনার আর্থিক সহায়তা দেবে-অন্তর্বর্তী সরকার

গণহারে বদলিঃ-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্হগিত

শিক্ষকদের কর্মবিরতি ও পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দিয়েছে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়