প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৫:২১:০১ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ফাঁস হওয়া প্রশ্নে গৃহীত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।মন্ত্রিপরিষদ সচিব,পিএসসির চেয়ারম্যান,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব,আইন মন্ত্রণালয়ের সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ১৪ জনকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২৪ জন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ নাভিলা কাশফি এ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে ১৫ দিনের মধ্যে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা বাতিলের পদক্ষেপ নিতে বলা হয়েছে।অন্যথায় উচ্চ আদালতে রিট করার কথা জানানো হয়েছে নোটিশে।
প্রশ্নফাঁস সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নোটিশে রেফারেন্স হিসেবে যুক্ত করা হয়েছে।
এর মধ্যে গত ১৩ জুলাই ‘৪৬তম বিসিএস পরীক্ষায় ১৭ জনকে প্রশ্ন দেন সাজেদুল’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কথা বলা হয়েছে।ওই প্রতিবেদনে বলা হয়,গত এপ্রিলে অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১৭ জন প্রার্থী ছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহায়ক সাজেদুল ইসলামের। প্রশ্ন সরবরাহের বিনিময়ে তাদের কাছ থেকে অন্তত ২০ লাখ টাকা নিয়েছেন তিনি।এর মধ্যে ১৩ জন পাস করেছেন।
গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯ মে প্রিলির ফল প্রকাশ হয়।এতে মোট ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হয়েছেন।

















