প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:২১:৩২ প্রিন্ট সংস্করণ
রাজধানীর উত্তরায় এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।এসময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুল হক।
তিনি বলেন,রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ২/১ আওতাধীন উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উত্তরা সেক্টর-১৩ লেকের পাশে নকশা বহির্ভূত দুইটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিক ভাবে দুইটি ভবনে মোট আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়।নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যতয় পাওয়া গেছে।প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি।একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক আরো বলেন, যেই সব ভবন নির্মাণে সেফটি নেই।সেই সকল ভবন নির্মাণের কাজ বন্ধ করে জরিমানা করছি।
এছাড়াও যে সকল ভবন মালিকরা রাস্তায় মালামাল রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সেক্ষেত্রে তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে।
উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন ২/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদার, সহকারি অথরাইজড অফিসার সাবা তাসনিম,প্রধান ইমারত পরিদর্শক ফজলুল হক এবং মোঃ আবু হেনা,ইমারত পরিদর্শ মোঃ রিফাত অন্য কর্মকর্তারা।













