প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ৪:২৪:২৯ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।তার নাম মো. সোহেল উদ্দিন।পুলিশের এই কর্মকর্তা বর্তমানে কুড়িগ্রামের রৌমারী সার্কেলের এএসপি হিসেবে কর্মরত আছেন। তিনি বিসিএস পুলিশ ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান এই প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,কুড়িগ্রাম রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী রিফাত জাহান আদালতে একটি মামলা করেন।
২০১৮ সালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত ২৭-এ মামলাটি হয়। যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় হওয়া সিআর মামলা নম্বর-১১১৮/২০২২।মামলার পর এএসপি সোহেল উদ্দিন গতবছরের নভেম্বরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিন নেন।পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৭ একই বছরের ১০ নভেম্বর সোহেল উদ্দিনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অভিযোগ গঠন করেন। তাই সোহেল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।তিনি বাংলাদেশ সার্ভিস রুলস (বি.এস.আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন; এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ তার বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারি মামলায় জামিন গ্রহণের দিন অর্থ্যাৎ গত বছরের ২ অক্টোবর থেকে কার্যকর হবে।ইতোমধ্যে পূর্ণ বেতন-ভাতা গ্রহণ করে থাকলে তা সমন্বয় করতে হবে।
এদিকে কুড়িগ্রাম জেলা পুলিশের ওয়েবসাইটে দেখা গেছে, রৌমারী সার্কেল হিসেবে মো. সোহেল উদ্দিনের নাম রয়েছে। তবে তিনি সেখানে কবে যোগ দিয়েছেন সেই তারিখ উল্লেখ নেই।

















