রাজনীতি

হুইপ সামশুল হক চৌধুরীকে দুদকের মামলায় অব্যাহতি দেয়ায় আনন্দ মিছিল

  প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৬:২৬:০৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম প্রতিনিধি।।চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় আনন্দ মিছিল করেছে পটিয়া আওয়ামী লীগ। শুক্রবার (১২ মে) বিকালে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পটিয়া থানার মোড়ে গিয়ে শেষ হয়।

জানা যায়, হুইপ সামশুল হক চৌধুরী ২০০৯ সাল থেকে সংসদ সদস্য পদে রয়েছেন।এ সময়কালে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে।বিশেষ করে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় ক্লাব পরিচালনার জন্য ক্যাসিনোর পক্ষে বক্তব্য দিয়ে সারাদেশে সমালোচিত হন।

গত ৯ মে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন হুইপ সামশুল হকের বিরুদ্ধে দীর্ঘ ৪ বছরের অনুসন্ধান শেষে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়নি বলে লিখিতভাবে অভিযোগ থেকে অব্যাহতি দেন। এ ঘোষণার পর পরই এলাকায় তার সমর্থকদের মধ্যে উল্লাস নেমে আসে।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী বলেন,হুইপ সামশুল হক চৌধুরী’র বিরুদ্ধে দুদকে যে অভিযোগ ছিল তা মিথ্যা হিসেবে প্রমাণিত হয়েছে। ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিল বের করা হয়েছে।

মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশের আয়োজন করা হয়।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ,সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী,সদস্য বিজন চক্রবর্ত্তী,পটিয়া উপজেলা আওযামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার,পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া পৌর আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছিরসহ আরও অনেকে।

আরও খবর

Sponsered content