প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ১:১৬:৩৮ প্রিন্ট সংস্করণ
প্রেস বিজ্ঞপ্তি॥বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস্ সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল এর যুগ্ম জন্মদিবস ২২ ফেব্রুয়ারি “বিশ্ব চিন্তা দিবস” হিসেবে পালন হয়ে আসছে।দিবসটি পালন উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর পশ্চিম মুসলিম গোরস্থান রোড সংলগ্ন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল আঞ্চলিক কার্যালয়ে “বিশ্ব চিন্তা দিবস-২০২৫” সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক (কলেজ) মোঃ জাকির হোসেন।বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন বরিশাল অঞ্চলের আঞ্চলিক সচিব জনাব হাসিন আরা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোঃ এবাদুল ইসলাম, সহকারী পরিচালক,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ষবরিশাল অঞ্চল,বরিশাল।মোঃ হারুনুর রশীদ,জেলা শিক্ষা অফিসার, বরিশাল ও মোছাঃ দেলোয়ারা বেগম,সহকারি বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,বরিশাল অঞ্চল,বরিশাল।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে হলদে পাখি, গাইড, রেঞ্জার ও গাইড সদস্যসহ মোট ৩০০ জন অংশগ্রহণ করেন। বিশ্ব চিন্তা দিবস-২০২৫ উপলক্ষ্যে একটি বন্যার্চ র্যালী বরিশাল অশ্বিণী কুমার টাউন হল থেকে শুরু হয়ে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।র্যালীটি পরিচালনা করেন তানিমা রহমান খাঁন,যুবানেত্রী,বরিশাল অঞ্চল ও কামরুন্নাহার মোহনা, যুবানেত্রী,বরিশাল অঞ্চল।এরপর বরিশাল গাইড হাউজে বিশ্ব চিন্তা দিবসের অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে জাতীয় কমিশনারের দেওয়া বাণী পাঠ করেন জনাব ফয়জুন নাহার শেলী,সদস্য,আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি,বরিশাল অঞ্চল,বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব দিপালী বাইন,আঞ্জলিক ট্রেজারার,বরিশাল অঞ্চল ও জনাব জেসমীন নাহার,জেলা কমিশনার,বরিশাল জেলা,বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন।






