অপরাধ-আইন-আদালত

১৬০ কোটি টাকা ঋণখেলাপির মামলায় মা–স্ত্রীসহ এক ব্যবসায়ীকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫৫:৫০ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।চট্টগ্রামে একটি ব্যাংকের ১৬০ কোটি টাকা ঋণখেলাপির মামলায় মা–স্ত্রীসহ এক ব্যবসায়ীকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওই ব্যবসায়ী হলেন আবু সাঈদ চৌধুরী ওরফে সম্রাট। নগরের খাতুনগঞ্জ এলাকার সাঈদ ফুডসের ব্যবস্থাপনা পরিচালক তিনি। তাঁর মা একই প্রতিষ্ঠানের পরিচালক খুরশিদ আরা বেগম ও স্ত্রী পরিচালক সালমা সাঈদ চৌধুরী। আজ বুধবার অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর রহমান এ নিষেধাজ্ঞা দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, ওয়ান ব্যাংক নগরের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ঋণ অনাদায়ে ২০১৫ সালে ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়। সুদে–আসলে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১৬০ কোটি টাকা। এ অবস্থায় ওই ব্যবসায়ী দেশ থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকের পক্ষ থেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares