অর্থনীতি

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী পদত্যাগ করছেন

  প্রতিনিধি ২০ আগস্ট ২০২৪ , ৫:১৮:৫৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।কর্মকর্তা–কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়েছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দকী।আজ মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পদত্যাগে দাবিতে সোমবার তাকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখেন কর্মকর্তা–কর্মচারীরা।এদিন রাতে পদত্যাগে বাধ্য হন তিনি।

আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর,সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জিয়াউল হাসান সিদ্দিকী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। একটি শিল্প গ্রুপের সঙ্গে বিশেষ সখ্যতার জেরে তাকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করা হয় বলে গুঞ্জন ছিল।

আরও খবর

Sponsered content