জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়া হবে-বানিজ্য প্রতিমন্ত্রী,আহসানুল হক টিটু

  প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৪ , ৪:১৮:৩৪ প্রিন্ট সংস্করণ

0Shares

নিজস্ব প্রতিবেদক।।নবনিযুক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়া হবে।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ।তাই পণ্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।এ ব্যাপারে সবার সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হবে।

নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘রোববার আমি বাণিজ্য মন্ত্রণালয়ে যাব।এরপর সবার সঙ্গে কথা বলে অগ্রাধিকার ঠিক করা হবে।ইনশাআল্লাহ—একটা বিষয় নিশ্চিত করতে পারি,দ্রব্যমূল্যের কোনো সংকট থাকবে না।কেউ যেন কারসাজি করতে না পারে—সে ব্যাপারেও সতর্ক থাকব।’

দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন,‘ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।কারণ,একটি কোম্পানি যদি স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যদিয়ে কাজ করে, তখন তার কারসাজি করার কোনো সুযোগই থাকবে না। বিশেষ করে,তেল ও চিনির বড় বড় সরবরাহকারী হিসেবে যারা আছেন—তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে আমার মনে হয়,দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।’

 

 

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares