অপরাধ-আইন-আদালত

নাসরিন বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টার অভিযোগ

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৩ , ২:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।গত দুই মাস আগে প্রথম স্ত্রী নাসরিন আক্তার এর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার হোসেন।

উক্ত ঘটনা জানতে পেরে নাসরিন আক্তার বিভিন্ন জায়গায় ধরনা ধরেও এই নেককার জন্য ঘটনার বিচার না পেয়ে গত ১০ জানুয়ারি-২০২৩ইং তারিখে যাত্রাবাড়ী থানায় গিয়ে একটি অভিযোগ দাখিল করেন অভিযোগের ভিত্তিতে এসআই সাইদুর রহমানের নেতৃত্বে তাকে কাপ্তান বাজার থেকে এরেস্ট করে যাত্রাবাড়ী থানায় আনা হয়।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম স্বামী-স্ত্রীর উভয়ের জবানবন্দী শুনে, প্রথম স্ত্রীর দুই ছেলে এক মেয়ে তাদের ভরণ পোষণ ও সাংসারিক সমস্ত খরচ বহন করার জন্য মুক্তার হোসেনকে নির্দেশনা প্রদান করেন।
ঘাতক স্বামী মুক্তার হোসেন সেই নির্দেশনা অমান্য করে।
১২ ই জানুয়ারি-২০২৩ইংনাসরিন বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেন,আশপাশের মানুষও তার সন্তান টের পেয়ে গেলে এলো পাতারি কিল ঘুসি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন স্বামী মোঃ মুক্তার হোসেন,গুরুতর অবস্থায় নাসরিন বেগমকে এলাকাবাসী ও তার সন্তানদের সহযোগিতায় দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রাবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি ব্যবস্থা করার জন্য জোর দাবি জানিয়েছেন
শান্তিপূর্ণ ঢাকা মীর হাজীবাগের স্থানীয় এলাকাবাসী।

আরও খবর

Sponsered content