চাকরির খবর

৪১তম বিসিএসের নন-ক্যাডার ৪ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ৫:০৬:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।৪১তম বিসিএসের নন-ক্যাডার ৪ হাজার ৫৩টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪১তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ,কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি- এমন প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী,তাদের কাছ থেকে অনলাইনে আবেদন চেয়েছে পিএসসি।

যারা ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়নি,তাদের মধ্যে যারা নবম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি করতে চান, তারা আবেদন করতে পারবেন।

এজন্য প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী বৃহস্পতিবার রাত ১০টা থেকে ২৭ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পছন্দক্রমের ফরম পূরণের তথ্য ও নির্দেশাবলী পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

চলতি বছরের ৩ অগাস্ট ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।

প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে বিভিন্ন ক্যাডারের ২ হাজার ৫৩৬টি শূন্য পদের বিপরীতে ২ হাজার ৫২০ জনকে নিয়োগের ‍সুপারিশ করে পিএসসি। পেশাগত বা কারিগরি ১৬টি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করা যায়নি।

আর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়নি এমন ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য কৃতকার্য করা হয়।

সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।

মহামারীর মধ্যে ২০২১ সালের ১৯ মার্চ আটটি বিভাগীয় শহরে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা হয়,তাতে অংশ নিতে আবেদন করেছিলেন পৌনে ৫ লাখ প্রার্থী।

আরও খবর

Sponsered content