প্রতিনিধি ২৩ জুলাই ২০২৩ , ৪:৪১:০৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ভারত নারী দলের বিপক্ষে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্সের জন্য বিসিবির পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। ্ক্রিকেটার ও কোচিং স্টাফদের সব মিলিয়ে ৩৫ লাখ টাকা দেবে ক্রিকেট বোর্ড।আজ টিম হোটেলে নারী দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সাধারণত সিরিজ জিতলে আমরা বোনাস দিই।তবে এবার সিরিজ না জিতলেও প্রথম ওয়ানডে জিতেছে ভারতের বিপক্ষে।এ জন্য এবং শেষ ম্যাচে টাই করল।এ ছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা,বেশ কয়েকজন মেয়ে খুব ভালো পারফর্ম করেছে। সবকিছু মিলিয়ে আমরা যেটা করেছি,শুধু ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা,এর সঙ্গে যারা পারফর্ম করেছে,যেমন সেঞ্চুরির জন্য আলাদা ২ লাখ এবং যারা ভালো করেছে ওদের জন্য আলাদা আলাদা টাকা—এভাবে আমরা দিয়েছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
নারী ক্রিকেট নিয়ে যে ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গিও বদলাচ্ছে, সে কথাও বলেছেন নাজমুল হাসান।তাঁর কথা ছিল এমন, ‘আমরা মেয়েদের ক্রিকেটকে খুব বেশি গুরুত্ব দিইনি।এটা সত্যি কথা।এখন থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’ ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজের সব কটি ম্যাচ হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ভবিষ্যতেও মেয়েদের খেলা এ মাঠে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি বিসভাপতি।এ ছাড়া মেয়েদের বিপিএল আয়োজনের আভাসও দিয়েছেন তিনি।
নাজমুল হাসানের সংবাদ সম্মেলনে এসেছে গতকাল সিরিজের শেষ ম্যাচে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের ‘অভব্য’ আচরণের বিষয়টিও।নাজমুল অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি,আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। আম্পায়ার আছেন, ম্যাচ রেফারি আছেন, আইসিসি আছে। এটা তাদের ব্যাপার। তবে আমি আমাদের মেয়েদের একটা কথা বলেছি, ওরা যেন এমন কখনো না করে।’