প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৫:২১:৪৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেছেন,আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া সম্ভব। রোববার (২৩ নভেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বাদিউল কবির বলেন,নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে কর্মচারীরা।কমিশন ইচ্ছে করলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারবেন।অন্ততপক্ষে সারসংক্ষেপ হলেও বেধে দেওয়া সময়ের মধ্যে জমা দেওয়া উচিত।অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।’
কর্মচারীরা এখন একজোট হয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন,তারা যেকোনো সময় যেকোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।আমরা কমিশনকে সময় দিচ্ছি,অবশ্যই এই সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে।বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে এমন কর্মসূচি দেওয়া হবে কমিশন তখন এক বছরের কাজ এক সপ্তাহে করতে বাধ্য হবে।’
এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
জানা গেছে,নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে।কমিশন ইতিমধ্যে সুপারিশ তৈরির ৫০ শতাংশের মতো কাজ শেষ করেছে।আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে।এর পর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কাঠামো নতুনভাবে পর্যালোচনা ও সুপারিশের কাজে এক ধাপ এগোতে চলেছে জাতীয় বেতন কমিশন।এ লক্ষ্যে আগামী সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে কমিশনের বৈঠকে বসার কথা রয়েছে।

















