অপরাধ-আইন-আদালত

২৯ জুলাইয়ের কর্মসূচি ‘আলোচনা না করে কর্মসূচি

  প্রতিনিধি ৮ আগস্ট ২০২৩ , ৪:৪৯:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীতে গত ২৮ জুলাই (শুক্রবার) সফল মহাসমাবেশ এবং ২৯ জুলাই (শনিবার) ঢাকার প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচির পর সরকার পতনের এক দফা আন্দোলনের আর নতুন কোনও কর্মসূচি দেয়নি বিএনপি। ্২৯ জুলাইয়ের কর্মসূচি ‘আলোচনা না করে কর্মসূচি দেওয়ায়’ গণতন্ত্র মঞ্চসহ যুগপতে যুক্ত নেতাদের পক্ষ থেকে বিএনপিকে অসন্তোষের কথা জানানো হয়।

পরে বিএনপির স্থায়ী কমিটির সোমবার (৭ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে দলীয়ভাবে যুগপতে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়।একদিকে সমন্বয়ের পক্ষে অবস্থান নিলেও অপরদিকে দলের সিনিয়র কয়েকজন নেতার প্রতি আস্থাহীনতার কারণে কর্মসূচি কী হবে, তা এখনও ঠিক করতে পারেনি বিএনপি।

গণতন্ত্র মঞ্চসহ যুগপতে যুক্ত দলগুলোর শীর্ষ নেতারা মনে করছেন, ২৮ জুলাই মহাসমাবেশের পরদিন আকস্মিকভাবে ঢাকার প্রবেশমুখে কর্মসূচি দেওয়া হয়। ওই কর্মসূচি নিয়ে যুগপতে যুক্ত কারও সঙ্গে বিএনপির তরফে আলোচনা করা হয়নি। উপরন্তু, দলের স্থায়ী কমিটির তিন জন গুরুত্বপূর্ণ নেতার অনুপস্থিতি, দুই নেতার কর্মসূচিতে আচরণ, আটক ও পরবর্তী ঘটনার কারণে সিনিয়র নেতাদের মধ্যেই আস্থাহীনতা প্রকাশ পাচ্ছে। ইতোমধ্যে গণতন্ত্র মঞ্চসহ একাধিক জোট ও দলের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আলোচনা করা হলেও কর্মসূচি নিয়ে কোনও অবস্থানে পৌঁছাতে পারেননি নেতারা।

মঙ্গলবার (৮ আগস্ট) গণতন্ত্র মঞ্চের এক বছর উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়ও বিএনপির প্রতি ইঙ্গিত করে মঞ্চের নেতারা উল্লেখ করেছেন, অভ্যুত্থান নিয়ে খেলাধুলা করার মতো কোনও সুযোগ নেই।’নেতারা বলেন, ‘গণআন্দোলন যখন গণঅভ্যুত্থানে পরিণত হয়, তখন তা একটি প্রজা বিদ্রোহে রূপ নেয়।আন্দোলনের শক্তি রাজনৈতিক শক্তিতে পরিণত হলে অভ্যুত্থান নিয়ে খেলাধুলা করার মতো কোনও সুযোগ নেই।’

বিএনপির স্থায়ী কমিটি ও গণতন্ত্র মঞ্চের প্রভাবশালী একাধিক নেতার ভাষ্য—নতুন কর্মসূচি হিসেবে চলতি মাসে ১৫ আগস্টের আগে ও ২১ আগস্টের পর একটি বা দুটো প্রোগ্রাম ডাকার কথা রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত নয়। বিএনপির নেতারা নিজেদের মধ্যেও কর্মসূচি নিয়ে আলোচনা চূড়ান্ত করেনি। এরপর ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম থাকবে।

গণতন্ত্র মঞ্চের কোনও কোনও নেতা মনে করছেন, সেপ্টেম্বর মাসটিকে সামনে রেখে সরকার পতনের নতুন কর্মসূচি সাজানো হবে। এক্ষেত্রে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের আগে রাজনৈতিক ফলাফল আনার পক্ষে মত দিয়েছেন কেউ কেউ। এক্ষেত্রে আবারও নতুন করে কর্মসূচি সাজিয়ে ঢাকামুখী করার পরিকল্পনা করা হচ্ছে। এক্ষেত্রে গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য জোট নিজেদের পরিসর বাড়ানোর চিন্তা-ভাবনা করছে।

মঙ্গলবার গুলশানে সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এক দফার যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি শিগগিরই হবে আবার।’

যুগপতে যুক্ত নেতারা মনে করেন, ২৮ জুলাই মহাসমাবেশের মাধ্যমে সরকারের সঙ্গে উইন-উইন সিচুয়েশন তৈরি হওয়ার পরদিন ঢাকার প্রবেশমুখে কর্মসূচি সঠিকভাবে পালন না করায় ব্যাকফুটে চলে গেছে বিএনপি ও বিরোধী দলগুলো। এই ঘটনার পরই নতুন নতুন মামলা দায়ের, সরকারের কঠোর আচরণের মধ্য দিয়ে বিএনপিসহ পুরো বিরোধীদের চেপে ধরা সহজ হয়েছে।

আরও খবর

Sponsered content