শিক্ষা

এমফিল ও পিএইচডি ডিগ্রিসহ বিভিন্ন গবেষণা কার্যক্রমের জন্য জার্মানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর

  প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২২ , ১১:১৬:২৫ প্রিন্ট সংস্করণ

ঢাবি প্রতিনিধি।।ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানির টিএইচএম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর সই। এতে দুটি বিশ্ববিদ্যালয় যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা এবং এমফিল ও পিএইচডি ডিগ্রিসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ হন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. ম্যাথিয়াস উইলেমস নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও কেমিকৌশল, রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলসহ ফলিত বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়াও দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময় করা হবে। সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএইচএম ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস-এর শিক্ষক ও শিক্ষার্থীরা দু’বিশ্ববিদ্যালয়ের যৌথ তত্ত্বাবধানে এমফিল ও পিএইচডি ডিগ্রিসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন।

এছাড়া, দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিরও আয়োজন করবে।

আরও খবর

Sponsered content