সারাদেশ

২৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করেজে এসে পৌঁছেছে

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ১:৪১:৩৬ প্রিন্ট সংস্করণ

0Shares

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে একটি জাহাজ পায়রা বন্দরের ইনার অ্যাঙ্করেজে এসে পৌঁছেছে।

মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এমভি আমেরিকা গ্রেকা নামের মাদার ভেসেলটি রোববার (১৬ জুলাই) বিকেলে পায়রা বন্দরে এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান।তিনি বলেন,পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে এমভি আমেরিকা গ্রেকা নামের মাদার ভেসেলটি।

এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি রোববার বিকেলে পায়রা বন্দরে পৌঁছায়।জাহাজটির ড্রাফট ৯ দশমিক ৫ মিটার, দৈর্ঘ্য ১৯৮ দশমিক ৯৮ ও প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার।

কিছুদিন আগে কয়লার অভাবে বন্ধ হয়ে যায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম।পরে কয়লা এনে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২৫ জুন চালু করা হয়।এরপর একে একে এ নিয়ে ছয়টি জাহাজে কয়লা এলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য।মোট ছয়টি জাহাজে প্রায় ৩ লাখ ৪ হাজার ১৩৩ মেট্রিক টন কয়লা এসেছে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares