জাতীয়

২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২৩ , ৩:৩৪:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের বৈঠক শেষে তিনি বলেন,ইতোমধ্যেই নির্বাচনি কার্যক্রম শুরু হয়েছে।আমরা সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকের তারিখ ঠিক করব।’

তিনি আরও বলেন,জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী আইনের কয়েকটি ধারা সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে কমিশন।’

সংবিধানে নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়েছে, কিন্তু আইনে এখনও আসন সংখ্যা ৪৫।তাই আইনে ৪৫ থেকে ৫০ করার প্রস্তাব করা হয়েছে।

সেইসঙ্গে,সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content

কথা রাখলেন এমপি,বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেলেন ২৬ লাখ টাকা

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন-প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

ভিসি-প্রোভিসি ও প্রক্টর ছাত্র উপদেষ্টাকে আওয়ামী পরিষদ থেকে নিয়োগ দেয়াই শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত-ছাত্রলীগ নেত্রী,ফারজানা শশী

সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ইচ্ছা নেই-প্রধানমন্ত্রী, শেখ হাসিনা

গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন-১২টি রাষ্ট্র

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নতুন করে ৫৫টি নির্দেশনা দিয়েছে-ইউজিসি