প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৪:৫৬:৩৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রেগুলার মাস্টার্স করার সুযোগ দেচ্ছে সামাজিক বিজ্ঞান বিভাগ।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর করা শিক্ষার্থীরা এ মাস্টার্স করার সুযোগ পাবেন।ঢাবির সামাজিক বিজ্ঞান বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে বলা হয়,অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা এই কোর্সে আবেদন করতে পারবেন; আবেদন করার জন্য ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে বা দ্বিতীয় বিভাগে পাস করতে হবে।
যাদের শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা ‘D’ গ্রেড রয়েছে,তারার আবেদন করতে পারবেন না।
এ ছাড়াও ভর্তি পরীক্ষা ‘সমাজবিজ্ঞান ও সামাজিক নীতি’ বিষয়ে মাস্টার্স ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আগেই প্রয়োজনীয় কাগজপত্র সমাজবিজ্ঞান বিভাগে জমা দিতে হবে।
ভর্তি পরীক্ষা বিষয় ও মান বন্টন:
লিখিত পরীক্ষায় হবে—ভাষা ও যোগাযোগ, পরিমাণগত দক্ষতা (quantitative aptitude) এবং রাইটিং স্কিলস। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষার মান ৮০ এবং মৌখিক পরীক্ষার মান ২০।
আবেদনপত্র সংগ্রহ:
ভর্তির ফর্ম সমাজবিজ্ঞান বিভাগের অফিস থেকে পাওয়া যাবে।
সময়সূচি:
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫;
ভর্তি ফরমের মূল্য: ১হাজার ২শত টাকা;
ভর্তি পরীক্ষার তারিখ: ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টায়।












