জাতীয়

২০২৫ সালে দেশে অপরাধের ঊর্ধ্বগতি,অপহরণ ও ডাকাতি উদ্বেগজনক

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৬ , ৯:৫৩:৩৯ প্রিন্ট সংস্করণ

২০২৫ সালে দেশে অপরাধের ঊর্ধ্বগতি,অপহরণ ও ডাকাতি উদ্বেগজনক

নিজস্ব প্রতিবেদক।।২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশে বিভিন্ন ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।বিশেষ করে অপহরণ,ডাকাতি ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের ঊর্ধ্বগতি জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

পরিসংখ্যান অনুযায়ী,২০২৫ সালে অপহরণের মামলা বেড়েছে প্রায় ৭১ শতাংশ,যা গত বছরের তুলনায় সর্বাধিক বৃদ্ধি। ২০২৪ সালে যেখানে অপহরণের মামলা ছিল ৪৬৩টি,সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪২টিতে।

ডাকাতির ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক।২০২৪ সালে ডাকাতির মামলা ছিল ৩১৯টি,যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ৪৯০টি—বৃদ্ধির হার প্রায় ৪৩ শতাংশ।একইভাবে ছিনতাই বা দস্যুতার মামলাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।এক বছরে এ ধরনের মামলার সংখ্যা ১,২২৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,৪১২টিতে,যা প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

চুরির মামলার সংখ্যাও বেড়েছে,যদিও তুলনামূলকভাবে কম হারে।২০২৪ সালে চুরির মামলা ছিল ৯,৪৭৫টি, যা ২০২৫ সালে বেড়ে হয়েছে ৯,৬৭২টি।

বিশেষজ্ঞদের মতে,নগর ও উপনগর এলাকায় ঘরে ডাকাতি এবং পথে ছিনতাইয়ের ঘটনা বাড়ায় সাধারণ মানুষের নিরাপত্তাবোধ কমে যাচ্ছে।২০ জানুয়ারি ২০২৬-এর বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে,রাতে চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

অপরাধ বিশ্লেষকদের ধারণা,অর্থনৈতিক চাপ,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সীমাবদ্ধতা এবং সামাজিক অস্থিরতা এসব অপরাধ বৃদ্ধির পেছনে ভূমিকা রাখতে পারে। তারা অপরাধ দমনে টহল জোরদার,দ্রুত বিচার এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন।

সামগ্রিকভাবে,২০২৫ সালে অপরাধের এই ঊর্ধ্বগতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

Sponsered content