শিক্ষা

২০০৯ সাল হতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি ৫২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে-শিক্ষামন্ত্রী,দীপু মনি

  প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ২:৩৭:২৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন তিন মেয়াদের সরকারের সময় বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রশংসনীয়ভাবে ৫২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গতকাল মঙ্গলবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে দীপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,সাধারণত,বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশকে এই শ্রেণিগুলোয় শিক্ষার্থীদের ধরে রাখতে লড়াই করতে হয়।শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি পাস করার পর দরিদ্র মা–বাবা প্রায়ই তাদের স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে কাজে লাগান বা কাজের সন্ধান করেন।শিক্ষামন্ত্রী এ সাফল্যের জন্য সরকারের ‘দরিদ্রবান্ধব’ উদ্যোগকে উল্লেখ করেছেন।

দীপু মনি বলেন, বর্তমান সরকারের তিন মেয়াদে প্রায় সাড়ে পাঁচ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) আওতায় তালিকাভুক্ত করা হয়েছে।

সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে ৭০১টি সরকারি কলেজ আছে,যেখানে মোট ২৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রয়েছে।এর মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার এবং ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার।

আরও খবর

Sponsered content