অপরাধ-আইন-আদালত

১৯১ জনকে সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি

  প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৩:৩১:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ বা তার সমপর্যায়ের বিচারকদের মধ্য থেকে ১৯১ জনকে সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি দিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ জুন) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আইন ও বিচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সহকারী জজ বা তার সমপর্যায়ের বিচারকদের মধ্য থেকে ১৯১ জনকে সিনিয়র সহকারী জজ হিসেবে পদোন্নতি দেয়া হলো।তারা ২০১৬-এর বেতন স্কেলের চতুর্থ গ্রেড অনুসারে বেতন-ভাতা পাবেন।

এ ছাড়া পদোন্নতি পাওয়া বিচারকরা পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত স্ব স্ব কর্মস্থলে কর্মরত থাকবেন।পদোন্নতি পাওয়া পদে যোগদানের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

তবে সবার ওপরে থাকা (১ নম্বর ক্রমিক) বিচারক মো. মেসবাহ্ উদ্দিন খানের চাকরির মেয়াদ পাঁচ বছর পূর্তি সাপেক্ষে পদোন্নতিপ্রাপ্ত বেতনস্কেল পাবেন।

আরও খবর

Sponsered content