সারাদেশের খবর

হোমনায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলা-এক পক্ষের প্রতিবাদ সভা বিক্ষোব গ্রেফতার-২

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২২ , ৫:১৭:০০ প্রিন্ট সংস্করণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার হোমনায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্র সভাপতি ও যুবলীগ নেতার মধ্যে বাকচিতের এক পর্যায়ে মারধর ও পরবর্তীতে হামলার ঘটনা ঘটে।এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, তার মা ও পলাশ নামে একজন আহত হয়।

পৃথক এ ঘটনা ঘটে হোমনা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ও ছাত্রলীগ নেতার বাড়িতে গতকাল ৪অক্টোবর দুপুরে ও সন্ধ্যায়।

এদিকে ছাত্রলীগ সভাপতির উপর এ হামলার প্রতিবাদে আজ ৫অক্টোবর উপজেলা সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ।মিছিল শেষে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ছাত্রলীগের সাধারন সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসান, মাইনুল সরকার, তরিকুল ইসলাম পিয়াস, তসলিম সরকার রুবেল, ছাত্রলীগ নেতা শান্ত খন্দকার, মাহফুজুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

হামলার ঘটনায় রাতেই ছাত্র লীগ সভাপতি ফয়সাল সরকার বাদি হয়ে থানায় এজাহার দিলে পুলিশ যুবলীগ নেতা মো. ইয়াসিন ও আল আমিনকে গ্রেফতার করে। আজ সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে থানা পুলিশ জানায়।
মামলা ও স্থানীয় সূত্রে

জানা যায়, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. ইয়াসিন তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর মঙ্গলবার বিকালে হোমনা বাস ষ্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার তর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জেরে বিকাল সাড়ে চারটার দিকে ইয়াসিন তার আত্মীয়-স্বজন নিয়ে ফয়সাল সরকারের বাড়িতে গেলে সেখানে আরেক দফা উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং এতে ফয়সাল সরকারের বাইক ভাংচুরসহ তার মা আহত হয় বলে দাবি করেন।

এই ঘটনায় সন্ধ্যায় ফয়সাল সরকার থানায় মামলা করতে যাওয়ার পথে ইয়াসিন ও তার বড় ভাই আল আমিন পূর্ব বিরোধের জেরে হামলা করে। এতে ফয়সাল সরকার ও তার বন্ধু পলাশ আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসিন ও আল আমিনকে আটক করে রাখে।
পরে লিখিত এজাহার দিলে মামলা রুজু করে পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে এই ঘটনায় নেতৃবৃন্দ ঘটনাকে সন্ত্রাসী হামলা উল্লেখ্য করে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন এবং দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

আরও খবর

Sponsered content