রাজনীতি

হিজলা উপজেলা আওয়ামী লীগের নাগরিক সংবর্ধনা জনসমুদ্রে রুপান্তরিত; ড, শাম্মী আহম্মেদ এমপি কে বরণ করে নিলো:হিজলা উপজেলাবাসী

  প্রতিনিধি ১০ মার্চ ২০২৪ , ৩:৫৫:৩৮ প্রিন্ট সংস্করণ

হিজলা(বরিশাল)প্রতিনিধি।।শুক্রবার (০৮ মার্চ ২০২৪) তারিখ বিকাল ৪ ঘটিকায় হিজলা উপজেলা উপজেলা পরিষদ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নব নির্বাচীত সংরক্ষিত নারী এমপি ড, শাম্মী আহম্মেদ কে নাগরিক সংবর্ধনা দেন হিজলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় ড, শাম্মী আহম্মেদ এমপিকে ফুল দিয়ে বরণ করে নেয় হিজলাবাসী।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুস, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড, মুনসুর আহমেদ, হিজলা উপজেলা আওয়ামী লীগের সুলতান মাহমুদ টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নজরুল ইসলাম মিলন চেয়ারম্যান সহ সভাপতি পন্ডিত শাহাবুদ্দিন, সহ সভাপতি আঃ লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন,
মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা ইসলাম তুহিন,
বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাহাব আহম্মেদ, বরিশাল জেলা মেহেন্দীগঞ্জ সহ-সভাপতি চেয়ারম্যান আঃ মকিম তালুকদার, সহ সভাপতি খোরশেদ আলম ভুলু, বরিশাল জেলা পরিষদের সদস্য জিল্লুর রহমান মিয়া, আন্তর্জাতিক উপ কমিটির সদস্য সৈয়দ মনির , মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা, সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্থরের জনতা ।

সংবর্ধনা অনুষ্ঠানে ড, শাম্মী আহম্মেদ এমপি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি আমাকে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নৌকা প্রতিক দিলে ছিলেন কিছু ত্রুটির কারণে নৌকা নিয়ে নির্বাচন করতে সক্ষম হয়নি তাই তিনি পুনরায় বরিশাল জেলার ৬ টি আসনের সংরক্ষিত নারী এমপি হিসেবে পুরস্কিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ড, শাম্মী আহম্মেদ এমপি প্রশাসনের উদ্দেশ্য বলেন স্বতন্ত্র এমপির অনুসারীদের দায়ের করা মি্থ্যা মামলা থেকে আওয়ামী লীগের নেতা কর্মি রেহাই দিন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনুন।
নেতা কর্মিদের উদ্দেশ্যে বলেন হিজলা উপজেলাকে শান্তির জনপদে গড়ে তুলুন উন্নয়নের দ্বারা অভ্যাহৃত সহযোগিতা করুন বাবার ন্যায় আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতে ও পাশে থাকবো ইনশাআল্লাহ ।
নাগরিক সভায় শাম্মী আহম্মেদ এমপি, প্রধান অতিথি, বিশেষ অথিতির কাছে বিভিন্ন বক্তারা স্বতন্ত্র এমপির অনুসারী কর্তৃক হামলা মামলা কথা তুলে ধরেন তখন নেতারা তাদের কথাগুলো মনোযোগ সহাকারেন শোনেন এবং অন্যায় কারীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানটি জনসমুদ্রে রূপান্তরিত হয়।

আরও খবর

Sponsered content