অপরাধ-আইন-আদালত

হাদি হত্যায় জড়িতদের নাম প্রকাশের ঘোষণা ডিএমপি কমিশনারেরঃ৬ জানুয়ারি চার্জশিট, ৯০ দিনের মধ্যে বিচার শেষের আশ্বাস

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৩০:৪৩ প্রিন্ট সংস্করণ

হাদি হত্যায় জড়িতদের নাম প্রকাশের ঘোষণা ডিএমপি কমিশনারেরঃ৬ জানুয়ারি চার্জশিট, ৯০ দিনের মধ্যে বিচার শেষের আশ্বাস

ফয়সালের নামে জব্দ ২১৯ কোটি টাকার অ্যাকাউন্ট ও ভুয়া প্রতিষ্ঠানের রহস্য ঘনীভূত

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর আলোচিত হাদি হত্যা মামলায় জড়িত প্রত্যেকের নাম প্রকাশ করা হবে—এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার। তিনি বলেছেন,তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে,পদমর্যাদা বা পরিচয় নির্বিশেষে সবাইকে আইনের আওতায় আনা হবে।

ডিএমপি কমিশনার জানান,আগামী ৬ জানুয়ারি মামলার চার্জশিট দাখিল করা হবে।একই সঙ্গে তথ্য উপদেষ্টা ও আইন উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে,চার্জশিট দাখিলের পর ৯০ দিনের মধ্যেই বিচার কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সরকার এ মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও তারা উল্লেখ করেন।

এদিকে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর আর্থিক তথ্য।মামলার এক গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আলোচনায় থাকা ফয়সালের নামে ইস্যু করা জব্দকৃত ২১৯ কোটি টাকার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট তদন্তকারীদের নজরে এসেছে। এসব অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে ভুয়া প্রতিষ্ঠান ও সন্দেহজনক লেনদেনের জটিল নেটওয়ার্ক।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়,একাধিক প্রতিষ্ঠানের কোনো বাস্তব অফিস বা কার্যক্রম নেই,কাগজে-কলমে প্রতিষ্ঠান দেখিয়ে বিপুল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে,কিছু অ্যাকাউন্ট খোলা হয়েছে ভুয়া কাগজপত্র ও নামসর্বস্ব পরিচালক দিয়ে।

এই অর্থ কোথা থেকে এসেছে,কোথায় ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে হাদি হত্যা মামলার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র আছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।প্রয়োজনে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে আলাদা মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

আইন উপদেষ্টা বলেন,“হাদি হত্যা শুধু একটি ব্যক্তিগত অপরাধ নয়; এর সঙ্গে যদি আর্থিক অপরাধ,সংগঠিত চক্র বা ষড়যন্ত্র যুক্ত থাকে,তাহলে বিচার হবে আরও কঠোর।”

অন্যদিকে তথ্য উপদেষ্টা জানান,তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়,তবে চার্জশিট দাখিলের পর জনগণ অনেক অজানা তথ্য জানতে পারবে।

হাদি হত্যাকাণ্ডকে ঘিরে জনমনে যে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে,তার নিরসনে দ্রুত বিচার ও স্বচ্ছ তদন্তই একমাত্র পথ—এমন মত দিয়েছেন আইন বিশ্লেষকরা।এখন দৃষ্টি ৬ জানুয়ারির দিকে—চার্জশিটে কারা,কোন অভিযোগে অভিযুক্ত হন,সেটিই নির্ধারণ করবে এই মামলার পরবর্তী গতিপথ।

আরও খবর

Sponsered content