অপরাধ-আইন-আদালত

হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন-স্বাস্হ্য মন্ত্রণালয়ের ডিজি

  প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৩ , ৩:৩৭:১৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।দেশের কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগের নির্দেশনা নির্ধারিত সময়ে বাস্তবায়ন না করায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ১৭ই জানুয়ারি দেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ জন চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করায় তার ব্যাখ্যা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন হাইকোর্ট।২৪শে জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আরও খবর

Sponsered content