প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৬:০১:৩৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী হলফনামায় ঘোষিত সম্পদের তথ্য নিয়ে নতুন করে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। হলফনামায় তার মালিকানাধীন ১০ ভরি স্বর্ণালংকারের মূল্য মাত্র ১ লাখ টাকা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে,যা বর্তমান বাজারদরের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করছেন সমালোচকরা।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় সোয়া ২ লাখ টাকার কাছাকাছি।সে হিসাবে ১০ ভরি স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকার বেশি হওয়া স্বাভাবিক।কিন্তু হলফনামায় ঘোষিত মূল্য এর তুলনায় অনেক কম হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে।
একজন সমালোচক ব্যঙ্গাত্মক মন্তব্যে বলেন,“হলফনামায় যদি ১০ ভরি সোনার মূল্য ১ লাখ টাকা হয়,তাহলে সেই দামে সোনা আমাকে দেওয়া হলে আমি ২ লাখ টাকা দিতে রাজি। এই সোনা দিয়ে বিয়ে করে স্ত্রীকে উপহার দেব।” তিনি এটিকে সম্পদ ঘোষণার স্বচ্ছতা নিয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে উল্লেখ করেন।
আইন বিশেষজ্ঞদের মতে,নির্বাচনী হলফনামায় সম্পদের মূল্য ঘোষণার ক্ষেত্রে অনেক সময় ক্রয়মূল্য বা আনুমানিক মূল্য উল্লেখ করা হয়।বিদ্যমান আইন অনুযায়ী,বর্তমান বাজারদর বাধ্যতামূলক না হওয়ায় এ ধরনের কম মূল্য উল্লেখ করা আইনগতভাবে স্বয়ংক্রিয়ভাবে অপরাধ হিসেবে গণ্য নাও হতে পারে।তবে এতে নৈতিকতা ও স্বচ্ছতার প্রশ্ন থেকে যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,নির্বাচনী হলফনামা জনসাধারণের কাছে প্রার্থীর আর্থিক অবস্থার একটি স্বচ্ছ চিত্র তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ দলিল।সেখানে সম্পদের বাস্তবসম্মত মূল্য উল্লেখ না হলে জনগণের আস্থা ক্ষুণ্ন হতে পারে।
এ বিষয়ে ডা. শফিকুর রহমান বা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।
















