আন্তর্জাতিক

হজযাত্রীদের জন্য মক্কায় বিশ্বের বৃহত্তম হোটেল

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২২ , ১০:২৯:১৩ প্রিন্ট সংস্করণ

0Shares

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট।।হজযাত্রীদের জন্য মক্কায় বিশ্বের বৃহত্তম হোটেল করছে সৌদি আরব। নাম দেওয়া হয়েছে আবরাজ কুদাই।

১০ হাজার কক্ষের হোটেলটিতে থাকতে পারবেন ৩০ হাজার অতিথি। হজে আসা মুসল্লিদের জন্যই মূলত বিশাল এলাকাজুড়ে এ হোটেলটি নির্মাণ করা হচ্ছে

। এটি নির্মাণে সৌদি সরকারের খরচ পড়ছে ৩৫০ কোটি ডলার। পবিত্র কাবা শরিফ থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে ৬ লাখ ৪৫ হাজার ৮৩০ বর্গফুট আয়তনের হোটেলে শপিংমল, হেলিপ্যাড, রেস্তোরাঁ, ফুডকোর্ট, বাস স্টেশন, বলরুম ও কনভেনশন সেন্টার থাকবে।

বেজমেন্টে একসঙ্গে আড়াই হাজারের বেশি গাড়ি রাখা যাবে। ধারণা করা হচ্ছে আগামী বছরই যাত্রা শুরু করবে আবরাজ কুদাই। হোটেলের ১২টি সুউচ্চ টাওয়ারে কক্ষগুলো থাকবে। প্রত্যেকটি ৪৫ তলার সমান। ১০টি টাওয়ারে ৩০টি ফ্লোর আর বাকি দুটিতে থাকবে ৪৫টি ফ্লোর।

২টি টাওয়ারের ১টিতে থাকবে ৭০টির মতো রেস্তোরাঁ, হেলিপ্যাড ও রাজ পরিবারের জন্য নির্ধারিত ফ্লোর। একটিতে পাঁচ তারকা হোটেলের সুযোগ-সুবিধা। বাকি ১০টি টাওয়ারে চার তারকা হোটেলের বন্দোবস্ত। একটি সিঙ্গেল কক্ষের ভাড়া প্রতি রাতে পাঁচ লাখ টাকারও বেশি হবে। দ্য ট্রাভেল।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares