জাতীয়

স্মার্টকার্ড কীভাবে পাবেন? চলুন বিস্তারিত জেনে নেই

  প্রতিনিধি ২৯ মে ২০২৩ , ৪:৪০:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র এখন আমাদের দৈনন্দিন কাজের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়।অনেকে স্মার্ট কার্ড পেয়েছেন।কিন্তু অধিকাংশ ভোটার এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাননি।নতুন ভোটার হয়েছেন এবং লেমিনেটিং আইডি কার্ড রয়েছে তাদের অনেকের প্রশ্ন স্মার্ট কার্ড কিভাবে পাবো।স্মার্টকার্ড কীভাবে পাবেন? চলুন বিস্তারিত জেনে নেই।

স্কুল, কলেজ, চাকুরী অথবা ব্যাংক একাউন্ট সব ক্ষেত্রেই প্রয়োজন এই স্মার্টকার্ড।কিন্তু প্রয়োজনীয় এই জিনিসটিই নিয়েই রয়েছে নানা ভোগান্তি।অনেকেই সঠিক তথ্যটি শুধু না জানার কারণেই হয়তো স্মার্টকার্ড সংগ্রহ করতে পারেননি অথবা স্মার্টকার্ডের জন্য এখনো নিবন্ধনই করেননি।পুরাতন ভোটাররা শুধুমাত্র স্মার্ট কার্ডের জন্য আবেদন করার মাধ্যমে নতুন স্মার্ট কার্ড হাতে পেতে পারেন।আবার অন্যদিকে নির্বাচন কমিশন প্রত্যেক পুরাতন ভোটারকে পুনরায় বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করার মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে।এক্ষেত্রে যারা নতুন ভোটার রয়েছে তারা ২০২৩ সালে স্মার্ট কার্ড হাতে পেয়ে যাবেন।এবং ২০২৫ সালের মধ্যে দেশের সমস্ত ভোটারদেরকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শেষ হবে বলে জানা গিয়েছে।

 

স্মার্ট কার্ড কিভাবে পাবো ?

যদি আপনার স্মার্ট কার্ড তৈরী হয়ে থাকে এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে স্থানান্তর হয়ে থাকে তাহলে উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড পাবেন। এছাড়াও আপনার ভোটার এলাকার বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করে গণহারে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম হয়ে থাকে আপনি সেখান থেকেও স্মার্ট কার্ড পেতে পারেন বা সংগ্রহ করতে পারেন।যদি আপনি ঠিক সময়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে না পারেন তাহলে উপজেলা নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করে নিতে পারেন।গণহারে স্মার্ট কার্ড বিতরণে শেষে অবিতরণকৃত স্মার্ট কার্ডগুলো অফিস থেকেই বিতরণ করা হয়।

 

মনে রাখবেন,যদি স্মার্ট কার্ড হারিয়ে যায়, তাহলে পুনরায় রি ইস্যু আবেদন করতে হবে৷আর অন্যদিকে স্মার্ট কার্ডে ভুল থাকলো সংশোধন আবেদন করলে কিংবা রিইস্যু আবেদন করলে এর বিপরিতে স্মার্ট কার্ড নতুন করে পাওয়ার সম্ভাবনা নেই,কারন নির্বাচন কমিশন আপাতত স্মার্ট কার্ড পুনঃ মুদ্রন বন্ধ রেখেছে, পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত এটি বহাল থাকবে৷ তাই স্মার্ট কার্ড সংশোধন বা রিইস্যু আবেদন করলে আপনাকে লেমিনেটিং আইডি কার্ড দিয়ে যাবতীয় কাজ চালিয়ে যেতে হবে।

 

আপনাদের স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা এটি জানতে পারবেন দুইটি উপায়েঃ-

 

অনলাইনের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ড চেক

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের https://services.nidw.gov.bd/ লিংকে গিয়ে ভোটার স্লিপ বা এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে।তবে যাদের স্মার্টকার্ড বিতরণের তারিখ এখনো নির্ধারণ হয়নি তাদেরকে পরবর্তীতে আবার স্মার্ট কার্ড চেক করার কথা বলা হবে।

 

এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে।এসএমএসের মাধ্যমে স্মার্ট কার্ডের বর্তমান স্ট্যাটাস জানতে SC স্পেস NID স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করতে হবে।

 

SC NID 1991xxxxxxxxxxxxx Send to 105

 

এখনও যারা এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

 

SC F NIDFNxxxxxxxxx D send to 105

আরও খবর

Sponsered content