জাতীয়

সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী নাবিকদের চলতি মাসেই সুষ্ঠুভাবে উদ্ধার করা সম্ভব হবে-নৌপরিবহন,প্রতিমন্ত্রী

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪ , ৬:০৩:৩৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সোমালিয়ার জলদস্যুদের হাতে বন্দী নাবিকদের চলতি মাসেই সুষ্ঠুভাবে উদ্ধার করা সম্ভব হবে।সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব।সেই লক্ষ্যে কাজ চলছে।এটা কোনো ছোট ঘটনা না,অনেক বড় ঘটনা।কাজেই দিন তারিখ দিয়ে এটার সমাধান করা সম্ভব না।সম্পূর্ণ ঘটনা আমাদের নিয়ন্ত্রণে আছে। আশা করছি,আমরা নাবিকদের সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনতে পারব।’

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন,আমাদের একটা লক্ষ্য ছিল, পবিত্র ঈদুল ফিতরের আগে নাবিকদের যেন দেশে আনতে পারি।কিন্তু সেই টার্গেটটা পূরণ করতে পারিনি,সেটা সমস্যা হয়েছে।আশা করছি,অল্প কিছু দিনের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনতে পারব।’

তিনি আরও বলেন,পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই জিনিসটার সমাধান করার চেষ্টা করছি। তবে আমাদের নৌপরিবহন অধিদপ্তর আন্তর্জাতিক এলাকায় কাজ করে,তারাও খোঁজ-খবর রাখছেন।সার্বিক বিবেচনায় বলছি,পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে যাইনি।’

প্রতিমন্ত্রী বলেন,আমাদের সঙ্গে নাবিকদের যোগাযোগ হচ্ছে। নৌপরিবহনঅধিদপ্তরও নিয়মিত যোগযোগ রাখছেন।কথাবার্তা হচ্ছে। তারা ভালো আছে।বিষয়টি অল্প কিছু দিনের মধ্যে সমাধান হবে।এখন দস্যুদের সঙ্গে আচরণটা কীভাবে হয়,এই ধরনের আলোচনা করার জন্য কিছু কিছু সংগঠন আছে, মানুষ আছে,তাদের মাধ্যমে যোগাযোগ হচ্ছে।’

প্রশ্নের জবাবে তিনি বলেন,আমরা তো কখনো দস্যুদের মোকাবিলা করিনি।কাজেই আমরা বলতে পারব না,কীভাবে আলোচনা হচ্ছে।যারা দস্যুদের সঙ্গে চলাফেরা করেন,সেই মানুষদের মাধ্যমেই তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এর আগে ইউক্রেনের অলিভিয়া বন্দরে যখন “বাংলার সমৃদ্ধি” জাহাজ আটকে গেল,তখনও এই ধরনের কিছু সাহায্য নিয়ে সমাধান করেছিলাম। “বাংলার সমৃদ্ধি” জাহাজ ও নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ঠ তৎপর ছিলেন।তাঁর সহায়তায় আমরা সেটির দ্রুত সমাধান করতে পেরেছি।’

আরও খবর

Sponsered content