প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ৫:২৪:৩০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ সুপ্রীম কোর্ট,হাইকোর্ট ডিভিশনের বিশেষ মূল অধিকার সংক্রান্ত বিভাগ ভোলা-২ আসনের প্রার্থী মোঃ হাফিজ ইব্রাহিমের নির্বাচনী আপিল গ্রহণ ও প্রযোজ্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।

বিচারপতি রাজিক-আল-জলিল এবং মোঃ আনোয়ারুল ইসলাম জারি করা রুলে বলা হয়েছে, ৪ নং বিবাদীর মাধ্যমে মোঃ হাফিজ ইব্রাহিমকে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি সংক্রান্ত আদেশ আইনগত কর্তৃত্ব ছাড়া কার্যকর নয়।আবেদনকারীর নির্বাচনী আপিলের অধিকার কেড়ে নেওয়া যাবে না।
রুলে নির্দেশ দেওয়া হয়েছে,প্রধান নির্বাচন কমিশনার (বিবাদী নং ২) আবেদনকারীর আপিল গ্রহণ এবং নির্বাচনী যোগ্যতার ভিত্তিতে নিষ্পত্তি করবেন। রুলটি দুই সপ্তাহের মধ্যে ফেরতযোগ্য এবং আবেদনকারীর খরচে বিশেষ মেসেঞ্জারের মাধ্যমে বিবাদীদের উপর জারি হবে।
আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ.এস.এম. শাহরিয়ার কবির,আর বিবাদীদের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ আহসান হাবিব, মেহেদী হাসান রনভে ও মোঃ রায়হানুল মুস্তাফা।
রুলে বলা হয়েছে,সংবিধানের ধারা ২৭, ৩১, ৪০ ও ৪৪ অনুযায়ী মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।



















