প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৪ , ৪:২৭:৫২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ডাক অধিদফতরের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে ছেড়ে দেওয়া হয়েছে।উচ্চ আদালতের দুই মাসের জামিননামা দেখানোর পর বুধবার (১৬ অক্টোবর) বিকালে তাকে ছেড়ে দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরআগে,মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দুর্নীতির এক মামলায় তাকে গ্রেফতার করেছিল দুদকের উপ-সহকারী পরিচালক নাজির আকন্দ।দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

একটি প্রকল্পের আওতায় ১৫ কোটি টাকার সার্ভার ও ইউপিএস কেনায় অনিয়ম করার অভিযোগে গত ২০ আগস্ট সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করে দুদক।
এরআগে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২০ সালে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।ওই সময় তাকে অপসারণের সুপারিশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

















