রাজনীতি

সারাদেশে গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ১০:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

বরিশাল ব্যুরো:- গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করেছে বরিশাল বিএনপি। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বরিশাল নগরীর সদর রোডে পৃথক মানববন্ধন করে মহানগর এবং জেলা বিএনপি।

সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির, যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, জিয়াউদ্দিন সিকদার জিয়া, হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ সহিদ এবং যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন নান্নু সহ অন্যান্যরা।

অপরদিকে একই দাবীতে একই সময় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে জেলা উত্তর ও দক্ষিন বিএনপি। দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে মানববন্ধনেও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ এবং বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

দুটি মানববন্ধনে বক্তরা সারাদেশে গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদ জানান। একই সাথে গুম ব্যক্তিদের সন্ধান দাবী করেন তারা।

বিএনপির পৃথক মানববন্ধন ঘিরে যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

আরও খবর

Sponsered content