অপরাধ-আইন-আদালত

সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার অবনতি

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ৫:৩৩:৫৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি হয়নি।অস্ত্রোপচার প্রয়োজন হলেও সেটি করা যাচ্ছে না।

শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ডা. নজরুল হোসেন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, স্যারের ব্লাড প্রেসার ঠিক আছে।রক্ত দেওয়ার পর প্ল্যাটিলেট কাউন্ট এক লাখের বেশি।ইউরিন আউটপুট স্বাভাবিক; হার্টের অবস্থা ঠিক আছে।কিন্তু ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে।প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না।এ কারণে অপারেশনের প্রস্তুতি নেওয়া যাচ্ছে না।ব্রেইনের অবস্থার কিছুটা উন্নতি হলে অপারেশনের প্রক্রিয়া করা যাবে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।এরপর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান।তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়।সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।

তখন ঢাবির সাবেক এ উপাচার্যকে আইসিইউতে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন দেওয়া হয়।

আরও খবর

Sponsered content