সারাদেশ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জের বিতর্কিত দলিল লেখক শফির লাইসেন্স বাতিলের আবেদন

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ১:৪৮:২৬ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা প্রতিনিধি।।জমির রেকর্ড ও বিভিন্ন কাগজপত্র জালিয়াতি,প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া,জমি বিক্রেতার টাকা কৌশলে আত্মসাৎ,রেজিস্ট্রিকৃত জমির দলিল আটকে রেখে হয়রানিসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে কালিগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সদস্য জিএম শফিকুল ইসলাম ওরফে শফির বিরুদ্ধে।

বহুল বিতর্কিত এ দলিল লেখকের লাইসেন্স বাতিলের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক,জেলা সাব-রেজিস্ট্রার ও সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতি বরাবর আবেদন জানিয়েছেন প্রতারণার শিকার তিনজন ভুক্তভোগী।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের মরহুম সৈয়েদ আলী গাজীর ছেলে জিএম শফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলা এলাকায় জাল দলিল সৃষ্টিকারী,নকল রেকর্ড,নকল নামজারী ও নকল দাখিলা তৈরীকারক হিসেবে পরিচিত। তার প্রতারণা ও জালিয়াতির কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত ২৬/০৯/২০২৩ তারিখে জিএম শফিকুল ইসলামের দ্বারা প্রতারিত ও জালিয়াতির শিকার ব্যক্তিবর্গ তার শাস্তি চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন যা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

তাছাড়া জিএম শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোমধ্যে প্রতারণা,জাল দালিল সৃষ্টি,জাল খতিয়ান তৈরী ও বিভিন্ন জালজালিয়াতির অভিযোগে তিনজন ভুক্তভোগী ব্যক্তি সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত-২ এ পৃথক তিনটি মামলা দায়ের করেছেন যা বর্তমানে তদন্তাধীন আছে।

বহু বিবাহের হোতা জি এম শফিকুল ইসলামের কারণে দলিল লেখক সমিতি ও কালিগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস এর ভাবমূর্তি অনেকাংশে ক্ষুন্ন হচ্ছে।

এছাড়াও দলিল লেখক শফিকুল ইসলাম ওরফে শফি পারুলগাছা গ্রামের মরহুম জিএম আবুল কাশেমের ছেলে জাহিদুর রহমানের নিকট থেকে নগদ ২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

ভুক্তভোগী জাহিদুর রহমান জানান,শফিকুল ইসলাম শফি তার নিকটাত্মীয়।সে সুবাদে তিনি শেখ আব্দুল বারী নামে এক ব্যক্তির নিকট থেকে জমি বিক্রি বাবদ প্রাপ্ত ২ লক্ষ টাকা বিশ্বাস করে শফিকুল ইসলামের নিকট রেখে সাব-রেজিস্ট্রি অফিসে যান জমি রেজিস্ট্রি করে দিতে।কিন্তু ফিরে এসে ওই ২ লক্ষ টাকা চাইলে শফিকুল ইসলাম টাকা না দিয়ে নানাভাবে টালবাহানা শুরু করে।দীর্ঘদিনেও তার পাওনা টাকা না দিয়ে উল্টো তার সেরেস্তা থেকে করা দু’টি দলিলের টিকিট আটকে রেখে দিনের পর দিন হয়রানি করছে। এদিকে স্থানীয়রা জানান,দলিল লেখক শফির বিরুদ্ধে জাল দলিল জমা রেখে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ করায় একাধিক ব্যাক্তি সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।নানাবিধ প্রতারণা ও জালজালিয়াতির কারণে এলাকায় তিনি জাল শফি নামে পরিচিতি লাভ করেছেন।এসব কারণ উল্লেখ করে বহুল বিতর্কিত দলিল লেখক জি এম শফিকুল ইসলাম এর রেজিষ্ট্রেশন বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যক্তিবর্গ ও সচেতন মহল।

এব্যাপারে জানতে চাইলে দলিল লেখক শফিকুল ইসলাম শফি তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন।

আরও খবর

Sponsered content