অপরাধ-আইন-আদালত

সাংবাদিক আনিস আলমগীর ডিবি’র হেফাজতে আছে-ডিবি প্রধান,শফিক

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ৬:১০:২৬ প্রিন্ট সংস্করণ

সাংবাদিক আনিস আলমগীর ডিবি’র হেফাজতে আছে-ডিবি প্রধান,শফিক

নিজস্ব প্রতিবেদক।।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে। রবিবার সন্ধ্যায় ধানমন্ডির একটি জিমনেসিয়াম থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ বিষয়ে আনিস আলমগীর গণমাধ্যমকে বলেন,ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়।ডিবির পক্ষ থেকে বলা হয়েছে,তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।তিনি জানান,সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন,কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি।এ বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে।

আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন।সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন।

আরও খবর

Sponsered content