প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৮:৫২:৪৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সাংবাদিক কার্ডের নামে যে সব কাগজপত্র ও আবেদন প্রক্রিয়ার কথা প্রচার করা হচ্ছে—সেগুলোর সবই ভুয়া বলে স্পষ্টভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব আবেদন বা কাগজপত্র চলছে,তার কোনোটি ইসির অনুমোদিত নয়।”
তিনি আরও জানান,একসময় একটি অ্যাপ পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। “অ্যাপটি চূড়ান্ত হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে গণমাধ্যমকে বিস্তারিতভাবে জানাবে,” বলেন তিনি।
এ অবস্থায় সাংবাদিক ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে ইসি সতর্ক করে বলেছে,কোনো ধরনের অননুমোদিত আবেদন,ফরম বা কাগজপত্রে অংশ না নিতে।
ইসির এই ঘোষণার পর সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে—নির্বাচনকে সামনে রেখে কারা,কী উদ্দেশ্যে সাংবাদিক কার্ডের নামে ভুয়া প্রক্রিয়া চালাচ্ছে? সংশ্লিষ্ট মহল দ্রুত এসব বিভ্রান্তির উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

















