স্বাস্হ্য ও জীবন পরিচর্যা

সাংবাদিকদের পেটানো সহযোগী অধ্যাপক প্রবীর কুমার সাহাকে সদস্য হিসেবে রেখেই কমিটি গঠন

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৩ , ১০:০৭:৪৫ প্রিন্ট সংস্করণ

0Shares

শেবাচিম প্রতিনিধি।।বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ ছাত্রী নিবাসে র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।সাংবাদিকদের পেটানো সহযোগী অধ্যাপক প্রবীর কুমার সাহাকে সদস্য হিসেবে রেখে রোববার বিকেলে ওই কমিটি গঠন করা হয়।

উপাধ্যক্ষ জিএম নাজিমুল হক জানান,কলেজ অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার ঘটনা তদন্তে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন।কমিটিতে অধ্যাপক উত্তম কুমার সাহাকে প্রধান করা হয়েছে।আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অপর তিন সদস্য হলেন- প্যাথলজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর কুমার সাহা,প্রভাষক আনিকা ইসলাম ও জহিরুল ইসলাম।

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রী হলের সেক্রেটা‌রি প্রভা ও সহকারী সে‌ক্রেটা‌রি জুঁই মিলে এক শিক্ষার্থীকে ২৩ আগস্ট রাতে ২ ঘণ্টা ধরে রুমে আটকে রেখে র‍্যাগিংয়ের নামে মানসিক নির্যাতন করেন।নির্যাতনের এক পর্যায়ে শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

র‍্যাগিংয়ের এই ঘটনায় শনিবার নির্যাতনের শিকার এক ছাত্রী ও তার মা অধ্যক্ষের কক্ষে বিচার চেয়ে অভিযোগ দিতে যান। এ সময় সাংবাদিকরা তাদের বক্তব্য নিতে গেলে মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ডা. সৈয়দ বাকী বিল্লাহ ও প‌্যাথলজি বিভাগের সহযোগী অধ‌্যাপক ডা. প্রবীর কুমার সাহা সাংবাদিকদের চড়-থাপ্পড়, ধাক্কা ও পরে চেয়ার দিয়ে পেটান। পরে কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টির সমঝোতা হয়।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares