আরো

সহজেই ইতালি থেকে আমেরিকার ভিসা পাওয়া সম্ভব

  প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৪ , ৬:১৮:১১ প্রিন্ট সংস্করণ

0Shares

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বর্তমানে ইতালিতে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় ১ লাখ ৪০ হাজার।তাদের মাঝে অনেকেই ইতালি থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ খুঁজছেন।

আবার আমেরিকায় যেতে ইচ্ছুক প্রবাসীর সংখ্যাও কম নয়। তবে অনেকেই সঠিক নিয়ম না জানায় ইতালি থেকে আমেরিকা যেতে পারছেন না।যদি সঠিক নিয়মে আবেদন করা যায় তাহলে সহজেই ইতালি থেকে আমেরিকার ভিসা পাওয়া সম্ভব।

ভ্রমণ আবেদন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসেবে একটি ভিসা আবেদন ফর্ম পূরণ করা প্রয়োজন।এই ফর্ম অনলাইনে অথবা ইতালি থেকে যাত্রার বিস্তারিত বিবরণ লিখে দিতে হবে।

যেমন কেন আমেরিকা যাবেন?কখন যাবেন?কখন আসবেন? আমেরিকার কোথায় থাকবেন?ইত্যাদি তথ্যগুলো লাগবে।

এছাড়াও ভ্রমণকারীর তথ্য,ভ্রমণের উদ্দেশ্য,যাত্রার সময়কাল ইত্যাদি বিস্তারিতভাবে প্রদান করা হয়।তারপরে,ভ্রমণকারীকে ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রসমূহ সংগ্রহ করতে হবে।

আবেদনকারীর মূল পাসপোর্ট

পাসপোর্ট ভ্রমণের সময়কালের মেয়াদের মধ্যে বৈধ থাকতে হবে।

ভ্রমণের উদ্দেশ্যের নথি

ভ্রমণের উদ্দেশ্যের নথি প্রদান করা প্রয়োজন,যেমন পরিবারের সঙ্গে ভ্রমণ,পেশাগত কাজ,পরীক্ষা ইত্যাদি।

আর্থিক নথি

পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে।

সর্বশেষ,আবেদন সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আবেদনকারীর কাছে ইতালি এম্বাসি বা কনসুলেটের অফিসে যোগাযোগ করা উচিত।সম্পূর্ণ তথ্য ও নির্দেশনা পেতে ভ্রমণের জন্য আমেরিকার সাধারণ ভিসা ও আমেরিকার যাত্রা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট দেখা যাবে।

0Shares

আরও খবর

Sponsered content

0 Shares