প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৪:১৫:৫০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে পূর্বঘোষিত কলম বিসর্জন কর্মসূচির পর রবিবার (৯ নভেম্বর) থেকে কর্মবিরতিতে যাচ্ছেন।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ এ তথ্য জানান।
তিনি জানান,দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল (রবিবার) থেকে শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি চলবে।
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন,শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ,টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আহত হয়েছেন শতাধিক।অনেকের হাতে-পায়ে-পেটে রাবার বুলেটের আঘাত পেয়েছেন।মো. আলামিন নামে এক রিকশাচালক গুলিবিদ্ধ হয়েছেন।তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।’
পাথরঘাটা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদ আলম বলেন,তারা তাদের ৩ দফা দাবিতে শাহবাগে কলম বিসর্জন কর্মসূচি করতে যাচ্ছিলেন এবং সেখানে পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
তিনি বলেন,আমরা আজকে কলম বিসর্জন দিয়েছি।প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে নিবেদন আমাদের দাবিগুলো পূরণ করুন এবং আমরা বিদ্যালয়ে ফিরে কোমলমতি বাচ্চাদের পাঠদান করি।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে জানান,আন্দোলনরত শিক্ষকদের শহীদ মিনারে ফিরে যাওয়ার ঘোষণা দেন,তবে কিছু শিক্ষক ব্যারিকেডের প্রথম লেয়ার ভেঙে ফেলে এবং পরের লেয়ারে হাত দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
ডিসি মাসুদ বলেন,উনাদের (শিক্ষক) নেতৃত্বে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টা সমাধান করে ফেলেছিলাম।
শিক্ষকরা জানান,পুলিশের সাব-ইন্সপেক্টর,নার্স,উপ-সহকারী কৃষি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ সচিব,বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা দশম গ্রেডে বেতন-ভাতা পান।সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিন লড়াই করেও ১১তম গ্রেড পাননি।তাই এখন দশম গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবি আদায়ে মাঠে নামছেন শিক্ষকরা।
উল্লেখ্য,দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের উদ্দেশে পদযাত্রা শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাথমিক শিক্ষকরা এ পদযাত্রায় যোগ দেন।তবে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায় তাদের পদযাত্রা।এর আগে,এ দিন সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা।সেখান থেকে পদযাত্রার মাধ্যমে কলম বিসজর্ন কর্মসূচির ঘোষণা দেন।দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
শিক্ষকদের তিন দফা দাবি—সহকারী শিক্ষকদের দশম গ্রেড দেওয়া,১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

















