জাতীয়

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ

  প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:০১:৩৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে সড়ক অবরোধ করেন তারা।এতে যান চলাচল বন্ধ রয়েছে।ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ শনিবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ শুরু হয়।সারাদেশ থেকে আসা চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করছেন।এরপর দুপুর ১টার দিকে তারা শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন।এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাকিল বলেন,আজ দুপুরের দিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল।সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে।রাস্তা অবরোধের কারণে শাহবাগ এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি।

এ সময় আন্দোলনকারীরা ‘বয়স না মেধা-মেধা মেধা’, ‘আর নয় কালক্ষেপণ-এবার দাও প্রজ্ঞাপন’,৩৫ এর শৃঙ্খল-ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা বলেন,বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত।ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে নূন্যতম ৩৫ বছর করেছে।কিন্তু আমাদের মাত্র ৩০ বছর।নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না।

এদিকে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

আরও খবর

কৃষকের উৎপাদিত মাছ,মাংস,দুধের মতো হিমায়িত পণ্য ঢাকায় আনতে ২৮টি ফ্রিজিং কোচ কিনেছে-রেলওয়ে

ভারত-বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাগত অনেক বিষয়ে মিল রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী,ড. একে মোমেন

এইচআরডব্লিউ প্রতিবেদন বাস্তবতা বিবর্জিত-অ্যাটর্নি জেনারেল,অ্যাডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন

বিদেশি কোনও সংস্থা সরকারি অনুমোদন ছাড়া জমি কেনা বা দান করতে পারবে না-মন্ত্রিপরিষদ,সচিব মো. মাহবুব হোসেন

বাংলাদেশকে বিশ্বসভায় একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর-প্রধানমন্ত্রী, শেখ হাসিনা

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয় পরিষদ পূর্ণাঙ্গ কমিটি

Sponsered content