অপরাধ-আইন-আদালত

সম্রাটের জামিনের মেয়াদ আগামী নভেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত বাড়িয়েছেন আদালত

  প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ১২:১৪:১৮ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি গত কয়েকদিন আগেই শারীরিক অবস্থা বিবেচনা করে যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অন্তর্বর্তীকালীন জামিন দেন আদালত। তবে এরই মধ্যে আদালত থেকে এক সুখবর পেলেন সম্রাট। জানা গেছে, সম্রাটের জামিনের মেয়াদ আগামী নভেম্বর মাসের ৮ তারিখ পর্যন্ত বাড়িয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে সম্রাটের পক্ষে আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

তবে এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চান সম্রাট। তিনি বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো: আসিফুজ্জামানের আদালতে সম্রাটের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে সম্রাটের পক্ষে তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি, স্থায়ী জামিন, পাসপোর্ট ফেরত ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।

আদালত শুনানির জন্য ৮ নভেম্বর দিন ধার্য করেছেন। ওই দিন পর্যন্ত জামিনও দেন তিনি। তবে পাসপোর্টের আবেদন ও বিদেশ যাওয়ার বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি।

এর আগে চলতি বছরের গত ২২ আগস্ট ১০ হাজার টাকা মুচলেকায় সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে তার জামিনের মেয়াদ আবারো বাড়ালো আদালত।

আরও খবর

Sponsered content