বিনোদন

সভাপতি ও মহাসচিবকে ফুলের মালা দিয়ে বরণ করেন সহকর্মীরা

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২২ , ১:০৫:৪৫ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক।।এফডিসিতে পরিচালক সমিতির নির্বাচন ঘিরে অনেক জল্পনার অবসান হলো।চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ২০ ভোটের ব্যবধানে জিতে সভাপতি হয়েছে কাজী হায়াৎ।অন্যদিকে ৪ ভোটের ব্যবধানের মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন।গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এফডিসিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।রাতেই জানা যায় ফলাফল।এ সময় ফলাফল পেয়ে আবেগ ও কান্নায় ভেঙে পড়েন বিজয়ীরা।তবে সবাইকে নিয়েই বিজয়ীরা এগিয়ে যেতে চান।

নির্বাচিত সভাপতি কাজী হায়াৎ তার প্রতিক্রিয়ায় বলেন, ‘সবার ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি।আমার জন্য অনেকে অনেক পরিশ্রম করেছেন।সবাই আমার কাছে প্রিয়। যাঁরা ভোট দেননি,যাঁরা দিয়েছেন—সবার কাছে আমার কৃতজ্ঞতা।অনেকেই আমার বয়সে ছোট।তাঁরা আমার সন্তানের মতো।আমি সবাইকে নিয়েই আমাদের চলচ্চিত্রকে ভালো করতে এগিয়ে যেতে চাই।এ সময় পাশ থেকে উচ্ছ্বাস প্রকাশ করে একজন পরিচালক বলেন,কাজী হায়াৎ সাহেব যখন আইসিইউ,সিসিইউতে ছিলেন,তখন আমরা বলেছিলাম, কাজী হায়াৎ সাহেব যদি বেঁচে ফেরেন,তাহলে আমাদের সঙ্গে আবার দেখা হবে।অন্তত একবার যেন তিনি পরিচালক সমিতির নির্বাচনে জয়ী হন।সেটাই হয়েছে।আমরা খুশি।এ সময় পাশে থাকা কাজী হায়াৎ আবেগে কেঁদে ফেললেন।

চলচ্চিত্র পরিচালক সমিতির তথ্যমতে জানা যায়,সভাপতি পদে ১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ নির্বাচিত হয়েছেন।তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মুশফিকুর রহমান।তিনি পেয়েছেন ১৩৮ ভোট।অন্যদিকে ১৬০ ভোট পেয়ে মহাসচিব নির্বাচিত হয়েছেন শাহীন সুমন।তাঁর প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পেয়েছেন ১২০ ভোট।শাহীন সুমন তাঁর প্রতিক্রিয়ায় বলেন,যাঁরা ভোটার ছিলেন,তাঁদের প্রত্যকের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।গতবার বিপুল ভোটে বিজয়ী করেছিলেন।এবারও আমাকে সমর্থন দিয়েছেন।আপনাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই।আমি একটা কথাই বলব,আমাদের গুরুজন কাজী হায়াৎ নির্বাচিত হয়েছেন।আমি তাঁর জন্যই ভোট চেয়েছি।আমি সবার কাছে বলেছি,আমাকে একটি ভোট দেবেন না,কিন্তু কাজী হায়াৎকে ভোট দিয়ে নির্বাচিত করেন।এই একটি লোক পারবেন চলচ্চিত্রের সব দুরাবস্থা দূর করতে।কাজী হায়াৎ একটি সাহসের নাম।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। সংগঠনটিতে আগামী দুই বছরের জন্য কাজী হায়াৎ সভাপতি ও শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হয়েছেন।শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।শুক্রবার দিনভর সংগঠনটির ভোটগ্রহণ চলে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে।বিকেল ৫টায় তা শেষ হয়।মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ ফলাফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এবারের নির্বাচনে ৩৬৮ জন মোট ভোটারের মধ্যে ৩০২ জন ভোট দিয়েছেন বলে জানা গেছে।এ ছাড়া ভোট বাতিল হয়েছে ৯টি।সংগঠনের ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবদুল লতিফ এবং কমিশনার হিসেবে ছিলেন পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

আরও খবর

Sponsered content