প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৭:১০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা,গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ নেতারা।মঙ্গলবার পাঠানো এই চিঠিতে সই করেন কমিটির র্যাংকিং মেম্বার গ্রেগরি ডব্লিউ মিকস।

চিঠিতে আরও স্বাক্ষর করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা,একই উপকমিটির র্যাংকিং মেম্বার সিডনি কামলাগার-ডোভ,পাশাপাশি কংগ্রেসম্যান জুলি জনসন ও টম আর সুওজি।চিঠিটি পাঠানোর দিনই হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির আনুষ্ঠানিক ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।
চিঠিতে বলা হয়,বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়া অপরিহার্য—যেখানে সব রাজনৈতিক দল নির্বিঘ্নে অংশ নিতে পারবে এবং ভোটাররা ভয়ভীতি ছাড়া তাদের মতামত প্রকাশ করতে পারবেন।এজন্য নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখা,প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অযথা বাধা প্রত্যাহারের ওপর জোর দেওয়া হয়।
মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে কংগ্রেস সদস্যরা মতপ্রকাশের স্বাধীনতা,শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান।রাজনৈতিক সহিংসতা,গণগ্রেপ্তার ও দমনমূলক ব্যবস্থার ফলে সৃষ্ট অস্থিরতা নিরসনে অন্তর্ভুক্তিমূলক সংলাপ ও আইনি প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়,বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার।গণতান্ত্রিক উত্তরণ জোরদার হলে এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।













