প্রতিনিধি ২২ জুন ২০২২ , ১০:১৫:১১ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেক্স:-কবে পূরন হবে তার শেষ ইচ্ছে প্রধানমন্ত্রী হাসিনা কাছে গিয়ে কোরআন তেলওয়াত করে শুনিয়ে চাঁদপুর জেলার মতলব থানার ৬ নং উপাদী (দ.) ইউনিয়নের ধলাইতলী গ্রামের বাসিন্দা হাফেজ মোহাম্মদ সুফিয়ান আহম্মেদ সিয়াম তিনি ঢাকা লালবাগ মাদ্রাসায় হাফেজ হন।
পরে ঢাকার মোহাম্মদপুর মাদ্রাসা সহ ঢাকা আরো কয়েকটি মাদ্রাসা হিফজুল কোরআন শুনানি করেন শুনানি শেষ করে পাগরি প্রধান করে সিয়াম জানান আমার জিবনে সবগুলো ইচ্ছা পূরণ করেছি।
তবে একটা ইচ্ছা পূরন করা ছাড়া বাকি আছে সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোরআন তিলাওয়াত করে শুনাতে চাই এটাই হলো আমার জীবনের শেষ ইচ্ছা
কবে পূরন হবে তার শেষ ইচ্ছে এই অঢেল অপেক্ষায় চেয়ে আছেন দীর্ঘদিন ধরে।
তিনি,বলেন বাংলাদেশের একমাত্র গণমাধ্যম কর্মী পৃথিবীর চতুর্থ স্থর রয়েছেন,তাই আমি সাংবাদিক ভাইদের প্রতি আমার পরম বিশ্বাস ও দাদি আমার এই বার্তা সকল ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সহ সকল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এর মাধ্যমে যেন পৌছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।