প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ১২:৩০:১৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের ক্রিমিনাল রেকর্ড তলব সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসকে আদালতে হাজির করার কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।একইসঙ্গে কিলার আব্বাসের নাম, পরিচয় ও তার ক্রিমিনাল রেকর্ড সংক্রান্ত প্রতিবেদন আইজিপিসহ সংশ্লিষ্টদের আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুধু তাই নয়, সন্ত্রাসীরা দিনে দুপুরে তার বাসার সামনে এসে আগ্নেয়াস্ত্রসহ মহড়া দিয়ে তাকে শাসিয়ে গেছেন। সেদিনের ভিডিও ফুটেজও হেলেনার কাছে রয়েছে। হুমকির অডিও রেকর্ড এবং অস্ত্রের মহড়ার ভিডিও ফুটেজ রয়েছে হেলেনার কাছে একদিক হামলা,মামলা,খুন,ঘুম,চাঁদাবাজি মামলা রয়েছে আদালতে এদিকে হাইকোর্ট।
এ ব্যাপারে ২টি সাধারন ডাইরি করেন মিরপুর থানা পুলিশের কাছে জিডি নং ১১১১ , ও মিরপুর মেডল থানা জিডি নং ২২১২ জীবনের নিরাপত্তা চেয়ে জিডি কেরন ক্ষুদ্র ব্যবসায়ী হেলেনা আক্তার।
পেশাদার সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করেন মামলাটি সিআইডি’তে তদন্তধীন রয়েছে।
হেলেনা আক্তার জানান, তিনি তার দুই সন্তান ও বৃদ্ধ মাকে নিয়ে মিরপুর ১০এ বি ব্লকের ১৭ নম্বর রোড ১ নম্বর বাসায় বসবাস করছেন। এলাকার এজে ফ্যাশন নামে একটি গার্মেন্টস থেকে ওয়েস্টেজ মালামাল ক্রয় করে এবং তা বিক্রির মাধ্যমে জীবীকা নির্বাহ করে আসছেন।
হেলেনা আরো জানান,আব্বাসের বাহিনী অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ এবং ডিসেম্বরের ১১ তারিখ মিরপুর থেকে গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তি বলেন আমি নিজেও কিশোর গ্যাং আব্বাস বাহিনী হামলা শিকার আমার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে পরে আমি দিবো বলে তাদের থেকে মুক্তি পাই আমার জীবনের নিরাপত্তা নেই তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এখানে এসেছি কিন্তু গত মাসখানেক ধরে সন্ত্রাসী কিলার আব্বাসের সহযোগী চন্দ্রাবাবু ওরফে দাঁতভাঙ্গা বাবু,ওরফে ভাগিনা বাবু ওরফে রাজিব চৌধুরী, শহিদ, হাজী বাপ্পী, লিখন ও ইমনসহ কয়েকজন তার উপর প্রকাশ্যে আমার উপর হামলা চালায়।

















