সারাদেশ

শ্রীপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (ওয়াপদা বেড়ীবাঁধ) নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি–

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৩৪:১৪ প্রিন্ট সংস্করণ

মাজহারুল ইসলাম।। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নটি চারদিকে নদী পরিবেষ্টিত ঘনবসতিপূর্ণ এলাকা। ঐতিহ্যবাহী শ্রীপুর ইউনিয়নের ৫০হাজার মানুষ বসবাস করছেন।স্বাধীনতার পর থেকেই শ্রীপুরের ঐতিহ্যের ধারক ও বাহক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে শ্রীপুরে গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলোনি যা বঙ্গবন্ধু বিনোদন কেন্দ্র নামে পরিচিত ছিল।কালাবদর ও তেঁতুলিয়া নদীর ভাঙন কবলে বিলীন হয়ে গেছে।ধন ও দানবীয় জৌলুস হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে শ্রীপুর ইউনিয়নের হাজারো ঐতিহ্যবাহী পরিবার।

শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ ৭টি প্রাথমিক বিদ্যালয়,২২টি মসজিদ,বাহের চর শ্রীপুর তাদবীদুল কুরআন ও কওমী মাদ্রাসা,৩টি অত্যাধুনিক বাজার,মাছে ভরা ৬শতাধিক পুকুর,হাজারো ঐতিহ্যবাহী স্হাপনা,খেলার মাঠ নদীর গর্ভে বিলীন করে নিয়েছে।

বর্তমানে সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের শ্রীপুর ইউনিয়নের নেই কোন রাস্তা ও সড়কপথ শুধু বর্ষার মৌসুমে পানি আর পানি নৌকাই জনগণের নিত্যদিনের সঙ্গী।এসব বিবেচনায় রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে শ্রীপুর ইউনিয়নের জনগণের জীবন মান উন্নয়নে স্হানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এর নেতৃত্বে বরিশাল জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে শ্রীপুর পরিদর্শনে পাঠিয়ে শতাধিক মেগা প্রকল্প গ্রহণ করছে।

এরধারাবাহিকতায় নবগঠিত শ্রীপুর ইউনিয়ন গঠন,প্রতিটি ওয়ার্ডে সাইক্লোন শেল্টার,আধুনিক মসজিদ-মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ,ভোলা-বরিশাল সড়ক নির্মাণ,মজিব কেল্লা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা ইনস্টিটিউট,বাহের চর শান্তিনগর পুলিশ ক্যাম্পকে থানায় রুপান্তরিত করা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলোনি ও বিনোদন কেন্দ্র,ইকোনমিস্ট ও ইকোপার্ক নির্মাণ প্রকল্প গ্রহণ করেন।

এরই বাস্তবতায় বরিশাল-ভোলা মহাসড়কের শাখা সড়ক শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে হাওলাদার বাড়ির সামনের ডাক্তারনী খালের ব্রীজ (কালাবদর নদী পর্যন্ত) থেকে বাহের চর কাঠেরপোল (শান্তিনগর ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলোনীর (মজিববর্ষের ঘরের) পাশ দিয়ে ইউনুস কাজীর বাড়ির সামনে মসজিদের পাশে একটি ব্রীজ নির্মাণ পূর্বক খোরশেদ বয়াতির বাড়ির সামনে ১৫০১দাগে ২টি পানি নিস্কাশনের কালভার্ট নির্মাণ করে ভোলা-বরিশাল মহাসড়কের ভেদুরিয়া(বিশ্বরোড) ফেরী ঘাট পর্যন্ত ওয়াপদা বেড়ীবাঁধ নির্মাণ প্রকল্প,ইউনুস কাজীর বাড়ির পাশ সামনে থেকে উত্তরে হানিফ খন্দকারের বাড়ি থেকে শাজাহান বেপারীর বাড়ি(১৫০১) দাগের তৈয়ব আলী চৌকিদারের বাড়ির পশ্চিম থেকে দক্ষিণে ভোলা-বরিশাল মহাসড়কের মহিষমারী ৩নং ব্রীজ থেকে দক্ষিণে পশ্চিমে লতিফ জোমাদ্দারের বাড়ির পাশ দিয়ে পশ্চিমে আজিজ মিয়ার বাড়ি হয়ে শহীদ চৌকিদারের বাড়ির পাশ দিয়ে ওহিদ সর্দারের বাড়ির পশ্চিম দিয়ে শ্রীপুর মহিষা ওহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে হাওলাদার সামনে দিয়ে সাবেক মেম্বার মাহমুদুল হাসান বেপারীর উত্তর পাশে দিয়ে আনিস জোমাদ্দারের দোকান থেকে দক্ষিণে হারুন কাজীর বাড়ির সামনে মসজিদ পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (ওয়াপদা বেড়ীবাঁধ) নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

এব্যাপারে শ্রীপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মাহমুদুল হাসান বেপারী সাংবাদিকদের বলেন,বরিশাল জেলার একাধিক জেলা প্রশাসক মোটকথা বলতে গেলে সকল জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বারবার শ্রীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন পূর্বক আধুনিক শ্রীপুর ইউনিয়ন গঠনে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেন।আশা করছি,শ্রীপুর ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (ওয়াপদা বেড়ীবাঁধ) রিন বেড়ীবাঁধ নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।আমাদের জনগণের দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরিশাল সফর কর্মসূচির আগেই এসব প্রকল্পের কাজ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছেন।

বরিশাল জেলা উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানিয়েছেন,শ্রীপুর ইউনিয়নের সকল উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রেরণ করা হয়েছে,আশা করি জনগণের প্রত্যাশা পূরণে সরকার যথেষ্ট ভূমিকা পালন করছে।

আরও খবর

Sponsered content