সারাদেশ

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৮০ জন শ্রমিকের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ

  প্রতিনিধি ৬ আগস্ট ২০২৩ , ৫:২৫:২০ প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৮০ জন শ্রমিকের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এসব শ্রমিকদের মধ্যে মোট ৪০ লাখ ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মহিদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব বিমলেন্দু ভৌমিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের ডিআইজিসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content